Header Ads

বজ্রাঘাত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাথায়! মিলবে না সপ্তম বেতন কমিশনের বর্ধিত টাকা!

নজরবন্দি ব্যুরোঃ সবে খুশির মুখ দেখিতে চলেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির মতিগতিতে চিন্তার কালো মেঘ জমে উঠলো তাদেত কপালে। সূত্রের খবর, সরকারি কর্মীদের বর্ধিত বেতন দিতে রাজী নয় কেন্দ্রীয় সরকার। আরও জানা যাচ্ছে, এই বিষয়ে জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভায় প্রস্তাব পাঠাতে পারেন জেটলি।
২০১৬-র জানুয়ারিতে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বেড়েছে। কিন্তু সেই বর্ধিত বেতনের টাকা কি আদৌ জুটবে কর্মচারিদের? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সেই বর্ধিত বেতন দিতে রাজী নয় কেন্দ্র। ওই পরিমাণ বেতন দেওয়া যাবে না, এমনই মত জেটলির। আর এই সিদ্ধান্তে যদি শিলমোহর পড়ে তাহলে ঘোর সংকটে পড়তে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

অপরদিকে ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাদেত সেই দাবি সবটা না মানলেও কিছুটা দিতে রাজী কেন্দ্র। বেতন ২১ হাজার টাকা করতে সম্মত হয়েছে মোদী সরকার। আসন্ন বাজেটে সেই বিষয়ে ঘোষনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.