Header Ads

গরিবের জন্যেই তাঁর সরকার! ৫ লক্ষাধিক মানুষকে 'বাড়ি' উপহার দেবেন মমতা।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের অসংখ্য গরিব মানুষ যাদের বাড়ি বানানোর সামর্থ্য নেই তাদের বাড়ি বানিয়ে দেবে সরকার, কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা রেখে আগামি সোমবার উপনির্বাচনের দিন গরিব মানুষের হাতে উপহার তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বানানোর সার্টিফিকেট তুলে দেবেন তিনি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে।

আগামি সোমবার রাজ্যের দুই জায়গায় উপনির্বাচন। ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান মঞ্চ থেকে শুরু করা হবে মুখ্যমন্ত্রীর ঘোষিত 'বাংলার বাড়ি' প্রকল্পের কাজ। সূত্রের খবর, ৯ হাজারের বেশি মানুষ বিভিন্ন জেলা থেকে হাজির হবেন ওইদিনের অনুষ্ঠানে। হাওড়া এবং উত্তর ২৪ পরগণা ছাড়া বাকি সমস্ত জেলার গরিব মানুষের হাতে বাড়ি বানানোর জন্য টাকা তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নিজে দেবেন সেই সার্টিফিকেট। জঙ্গলমহল এলাকার মানুষকে এই বাবদ দেওয়া হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। অন্যান্য জেলার মানুষরা পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা।

রাজ্যের মোট ৫ লক্ষ ৬৮ হাজার আর্থিক ভাবে দুর্বল মানুষ পাবেন এই টাকা। আগামি ৩১ মার্চের মধ্যেই শুরু করে দেওয়া হবে এই প্রকল্পের কাজ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.