Header Ads

আকাশে আজ 'সুপারমুন'! বিশেষ চাঁদে বিশেষ চমক! বিরল ঘটনার সাক্ষী থাকতে পড়ুন।

নজরবন্দি ব্যুরোঃ প্রায় ৩৮ বছর পর আজ আবার সে আসছে। রোজকার চাইতে একেবারে নতুন সাজে। হ্যাঁ, সত্যি। চেনা চাঁদ আজ সম্পূর্ণ নতুন রূপে 'সুপার মুন'। খুব বিরল এই দৃশ্য। আজকের চাঁদে বিভিন সময়ে দেখা যাবে বিভিন্ন রঙের আভা। কখনো তা লাল, আবার কখনো তা নীল।
আজ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। আর তাই এক অতি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হবে, যার নাম 'সুপার মুন'। সেই চাঁদই আবার যখন পৃথিবীর কাছাকাছি আসার ফলে পৃথিবীর ছায়া অতিক্রম করবে তখন তাকে দেখানে রক্তবর্ণ। একই ভাবে ইংরেজি মাসের হিসেবে এক মাসে দু'বার পূর্ণিমা হওয়ার ফলে আজ চাঁদকে বলা হবে ব্লু মুন।

স্বভাবতই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উদগ্রীব মানুষ। বিকেল ৪টা ২০ মিনিট থেকে ভারতে দেখা যাবে চাঁদ। তবে তা দেখা যাবে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে। কলকাতায় বিকেল ৫টা ১৭ মিনিট থেকে দেখা মিলবে ব্লু মুনের। ৬টা ২১ মিনিট থেকে ৭টা ৩৭ মিনিট পর্যন্ত গ্রহণ চলাকালীন আকাশে থাকবে ব্লাড মুন। রাত ৮টা ৪১ মিনিট অবধি চলবে আংশিক চন্দ্র গ্রহণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.