Header Ads

অ্যাম্বুলেন্স দেরীতে আসায় ভাঙচুর হাসপাতাল, মার খেলেন নিরাপত্তারক্ষীরা।

বালুরঘাট ২৩ জানুয়ারী : রোগীকে স্ক্যান করতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দেরীতে আসায় সুপার স্পেশালিটি হাসপাতাল ভাঙচুর চালালো ক্ষুদ্ধ রোগীর আত্মীয়রা। নিরাপত্তায় থাকা কর্মীরা বাধা দিলে তাদেরও মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে এলেও এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকেই গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। অপরদিকে ঝামেলা এড়াতে রোগীকে অনত্র রেফার করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, অভিযোগ। যদিও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার তপন বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে কুমারগঞ্জ থানার দিওর এলাকার জেন্নাতুন বিবি(২৩) নামে এক প্রসূতিকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। গত রবিবার ওই প্রসূতি এক সন্তানের জন্ম দেন। সন্তান সুস্থ থাকলেও মায়ের অবস্থা আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার ওই রোগীকে সিটি স্ক্যান করার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পুরনো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের দূরত্ব অনেকটাই হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্সে করে রোগীদের নিয়ে যাওয়া হয় নানান পরীক্ষার জন্য। এদিকে সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না আসায় ক্ষোভ দেখা দেয় রোগীর পরিবারের মধ্যে। এরপরই ক্ষুব্ধ পরিবারের লোকের সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের মধ্যে বচসা বাধে। সেই সময় নিরাপত্তারক্ষীদের ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই হাসপাতালের মূল গেটের কাঁচ ভেঙে দেওয়া দেয় রোগীর পরিবার। এমনকি রোগী সহায়তা কেন্দ্রের টেলিফোন ও মাইক্রোফোনও ভেঙে দেওয়া হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.