Header Ads

২০০০ এর বেশি অনুদান আর নগদে দেওয়া যাবে না রাজনৈতিক দলকে।

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার একটি প্রথমসারির দৈনিক সংবাদপত্রে আয়কর দফতর বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে,কোনো স্বীকৃত ট্রাস্ট অথবা রাজনৈতিক দলকে দু’হাজার টাকার বেশি নগদ টাকা দেওয়া যাবে না। রাজনৈতিক দলকে আর্থিক অনুদান সংক্রান্ত এই প্রথম কোনো নির্দেশিকা জারি করল আয়কর দফতর। যার অর্থ দু’হাজার টাকার বেশি হলেই আর নগদে লেনদেন করা যাবে না। ইতি মধ্যেই ইলেকটোরাল বন্ডের ঘোষণা করেছে। এই বন্ড স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দিষ্ট কিছু শাখা থেক কেনা যায়। এই বন্ডের মাধ্যমেই কোনো রাজনৈতিক দলকে আর্থিক অনুদান দেওয়া সম্ভব। আয়কর দফতরের নীতি নির্ধারক বিভাগ সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স-এর মাধ্যমে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হয়েছে। এ ছাড়া দফতর জানিয়েছে ব্যবসায়িক লেনদেন বা পেশাগত পারিশ্রমিকের ক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি অর্থ নগদে লেনদেন করা যাবে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.