Header Ads

নয়া বিজ্ঞপ্তির গেরো! ফের বেকায়দায় রাজ্যের পার্শ্বশিক্ষকরা।

নজরবন্দি ব্যুরো- ন্যূনতম বেতনে প্রচুর পরিমাণে পরিশ্রম করিয়ে নেওয়া হয়, এরকম অভিযোগ আগেই এনেছিলেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। এবার প্রাথমিক শিক্ষা সংসদের নতুন জারি করা বিজ্ঞপ্তিতে নতুন করে সমস্যায় পড়লেন ওই সমস্ত পার্শ্বশিক্ষকরা।
রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত কোর্স ডিএড-এ বসার ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে। পূর্বের তুলনায় যদিও কমানো হয়েছে ফি তবুও সেই টাকা যোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন রাজ্যের স্কুল গুলিতে কর্মরত পার্শ্বশিক্ষকরা। খুবই কম বেতনে চাকরি করতে হয় তাদের। সংসার খরচ সামলাতেই নুন আনতে পান্তা ফুরোয়। এই অবস্থায় মাসের শেষে পরীক্ষায় বসার ফি ১০০০ টাকা জমা দেওয়া অনেকের পক্ষেই প্রায় অসম্ভব। কি করবেন তারা এবার? সমস্যায় কয়েক হাজার পার্শ্বশিক্ষক।

অভাবের কারণে এর আগেও আত্মঘাতী হয়েছেন একাধিক পার্শ্বশিক্ষক। তার পরেও তাদের সমস্যার কথা না ভেবে এই মোটা অঙ্কের পরীক্ষার ফি ধার্য করায় প্রাথমিক শিক্ষা সংসদ তথা রাজ্যের সরকারের ওপর ক্ষুব্ধ পার্শ্বশিক্ষক সমিতির সদস্য শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.