Header Ads

"মানুষ ঠকাতে বাংলায় শয়তানের রাজ চলছে!" মমতাকে তীব্র আক্রমণ সেলিমের।

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ দুনাজপুরে সিপিআইএম-এর জেলা সম্মেলনে বক্তা হিসেবে শুক্রবার উপস্থিত ছিলেন সাংসদ মহম্মদ সেলিম। এদিনের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন ওই সিপিআইএম নেতা।
দক্ষিণ দিনাজপুরের তপনে সিপিআইএম-এর ২২তম জেলা সম্মেলন ছিল। সেই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে কড়া সমালোচনা করে মহম্মদ সেলিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন শয়তান। রাজ্যের মানুষকে ঠকাচ্ছেন তিনি দিনের পর দিন।" এদিন তিনি আরও বলেন, বাংলায় শয়তানের রাজত্ব চলছে। 'ফারিস্তার' মুখোশ পড়ে শয়তানের রাজ চালাচ্ছেন মমতা।

তপনে এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভরা সভার মঞ্চ থেকে আক্রমণ শানিয়ে সেলিম বলেন, ক্ষমতায় আসার আগে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের স্বপ্ন দেখান যে তাদের প্রাপ্য সমস্ত সুবিধা দেবে তাঁর সরকার। কিন্তু ৬ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো সুবিধাই পাননি রাজ্যের মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুরা। মিথ্যে বলে মানুষ ঠকাচ্ছেন মমতা, কটাক্ষ মহম্মদ সেলিমের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.