Header Ads

বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত! কেন? নতুন বিপাকে পড়বেন নিত্যযাত্রীরা?

নজরবন্দি ব্যুরোঃ ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে না বাস ভাড়া। ফলে লাভের মুখ দেখছেন না বাস মালিকরা। এই কারণ দেখিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট ডেকেছিল বাস মালিকিদের সংগঠন। সেই ধর্মঘট প্রত্যাহার করে নিলেন তারা।
আগামি ১ এবং ২ ফেব্রুয়ারি বাস ধর্মঘটের ডাক দিয়েছিলো বাস মালিক সংগঠন। কিন্তু সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন বাস মালিকরা। কিন্তু কেন? তাদের ভাড়া বাড়ানোর দাবি কি মেনে নেওয়া হয়েছে? জানা গেছে, এদিন বাস মালিক সংগঠনের সাথে মিটিং করেন সরকারের পরিবহণ দপ্তরের আধিকারিকরা। সেই বৈঠকে ভাড়া বাড়ানোর কথা এখনই না বলা হলেও ভাড়া পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয়। এরপরেই বাস মালিক সংগঠনের তরফে লিখিতভাবে জানানো হয় যে আগামি ১ এবং ২ ফেব্রুয়ারি বাস চালানো হবে।

প্রসঙ্গত, বাস ভাড়া বাড়বে কি না সেই নিয়ে ফেব্রুয়ারির ১৫ তারিখে আবার বৈঠক করা হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.