Header Ads

সুশান্তের মৃত্যু নিয়ে সলমন, একতা, কর্ণের বিরুদ্ধে মামলা খারিজ

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের মুজফ্ফরপুর আদালতে করণ জোহর, একতা কপুর, যশরাজ ফিল্মসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিনেতার মৃত্যুর তিন দিনের মাথাতেই বিহারের মুজাফফর আদালতে মামলা দায়ের হয়েছিল বলিউডের এই পাঁচ তারকার বিরুদ্ধে। অভিযোগ, তাঁদের স্বজনপোষণনীতির করণেই সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। সুশান্তের হাত থেকে পরপর বলিউডের ৭টি বড় বাজেটের সিনেমার প্রস্তাব চলে গিয়েছিল। এই সব কাদের অঙ্গুলিহেলনে? মুম্বই পুলিশের তরফে তদন্তের মাঝেই বিহারে মামলা দায়ের করেছিলেন স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা।
 সেটি খারিজ করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার।তিনি জানিয়ে দেন, বিষয়টি আদালতের এক্তিয়ারে পড়ে না। সংশ্লিষ্ট পিটিশনটি জমা পড়েছিল ১৪ জুন সুশান্ত মারা যাওয়ার তিনদিন পর। সাক্ষীর তালিকায় বিভিন্ন বিশিষ্ট জনের পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের নাম দেন ওঝা। কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নেপোটিজমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই সম্ভবত তাঁকে সাক্ষীর তালিকায় নেন ওঝা। মামলা খারিজ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ওঝা জানান, তিনি উচ্চতর আদালতে অভিযোগ জানাবেন। তিনি আরও বলেন সুশান্ত সিং রাজপুতের দুর্ভাগ্যজনক মৃত্যুর শোকে এখনও যন্ত্রণাবিদ্ধ গোটা বিহার। এক জন উজ্জ্বল প্রতিভার যুবককে যাঁরা এই ধরনের চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছেন, তাঁদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো আমাদের কর্তব্য।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.