Header Ads

“টিকটক বন্ধ করে দিয়ে অনেকের রোজগার বন্ধ করে দেওয়া হল, এটা হঠকারী সিদ্ধান্ত”- নুসরত

নজরবন্দি ব্যুরো: সোমবার ডিজিটাল স্ট্রাইকের পথে গিয়ে ৫৯টি জনপ্রিয় চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত।তাঁর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিক-টক ও বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই নিয়ে নিজের মতামত ব্যাক্ত করেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। তিনি জানিয়েছেন 'আমি একজন পারফর্মার, এন্টারটেইনার। বাকি সোশ্যাল মিডিয়ার মতো টিকটকও আমার কাছে স্রেফ একটি প্লাটফর্মই ছিল। অ্যাপ বন্ধ করে দিয়ে অনেক তরুণদের রোজগার বন্ধ করে দেওয়া হল।'

 তিনি আরও বলেন তাঁদের নিয়ে সরকার কী ভাবছে? এটা একেবারে হঠকারী সিদ্ধান্ত। কেন্দ্র সরকার কেন বিকল্প পরিকল্পনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিল? অ্যাপ নিষিদ্ধ হলেই চিনা আগ্রাসন কমে যাবে না, প্রয়োজন বিকল্প পরিকল্পনার'।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.