শুধু চিনা অ্যাপ নয়, এবার গুগল এক্সটেনশন নিয়েও সতর্ক করলো কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা
নজরবন্দি ব্যুরো: ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয়েছে ৫৯টি চীনা অ্যাপ। তার রেশ কাটতে না কাটতেই, গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করা নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে দিল দেশের সাইবার নিরাপত্তা সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। কেন্দ্রীয় সংস্থাটির মতে, একাধিক এক্সটেনশন বিপজ্জনক হয়ে উঠতে পারে। হাতিয়ে নিতে পারে ইন্টারনেট ব্যবহারকারীর নানা ব্যক্তিগত তথ্য। গুগল ক্রোম এক্সটেনশন আসলে এক ধরনের অ্যাপ। ওই অ্যাপগুলি ক্রোম ব্রাউজারের সঙ্গে জুড়ে কাজ করে। সুবিধা হয় ইন্টারনেট ব্যবহারকারীর। এর মধ্যে কোনও এক্সটেনশন ব্যাকরণ বা বানান খতিয়ে দেখে। কোনও এক্সটেনশন সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে নানা পোস্ট দেখতে সাহায্য করে। আবার কোনও এক্সটেনশন অনলাইন সিকিউরিটি খতিয়ে দেখে।তবে সিইআরটি অবশ্য এখানে গুগল ক্রোমের কোনরকম দোষারোপ করেনি।
তাদের বক্তব্য অনুযায়ী, এক্সটেনশনগুলি গুগল ক্রোমকে কোন কিছু না জানিয়েই তথ্য সংগ্রহ করে। আর এগুলি যেকোনো মুহূর্তে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ইমেল, ইউজারনেম থেকে শুরু করে যেকোনো গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে। ব্যবহারকারী কোনরকম কিছু বুঝে ওঠার আগেই যেকোনো মুহূর্তে এর স্ক্রিনশট তৈরি করে রাখার ক্ষমতা রয়েছে এই সকল এক্সটেনশনগুলির। পাশাপাশি এই এক্সটেনশনগুলির কিবোর্ডের ব্যবহার রেকর্ড করে রাখার ক্ষমতাও রয়েছে। বর্তমানে এমন একশোর বেশি এক্সটেনশন চোখে পড়েছে কেন্দ্রীয় এই সংস্থার।
তাদের বক্তব্য অনুযায়ী, এক্সটেনশনগুলি গুগল ক্রোমকে কোন কিছু না জানিয়েই তথ্য সংগ্রহ করে। আর এগুলি যেকোনো মুহূর্তে ব্যবহারকারীর পাসওয়ার্ড, ইমেল, ইউজারনেম থেকে শুরু করে যেকোনো গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে। ব্যবহারকারী কোনরকম কিছু বুঝে ওঠার আগেই যেকোনো মুহূর্তে এর স্ক্রিনশট তৈরি করে রাখার ক্ষমতা রয়েছে এই সকল এক্সটেনশনগুলির। পাশাপাশি এই এক্সটেনশনগুলির কিবোর্ডের ব্যবহার রেকর্ড করে রাখার ক্ষমতাও রয়েছে। বর্তমানে এমন একশোর বেশি এক্সটেনশন চোখে পড়েছে কেন্দ্রীয় এই সংস্থার।
Loading...
কোন মন্তব্য নেই