Header Ads

সৌরভের ভয়েই পালিয়ে গিয়েছেন মনোহর, মনে করেন এন শ্রীনিবাসন

নজরবন্দি ব্যুরোঃ বুধবারই আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মনোহর। তারপরেই মনোহরের দিকে তোপ দাগলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। তিনি বলেন চলতি মাসের শেষে আইসিসি'র বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্বও করতে পারতেন তিনি, কিন্তু তা না করে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন শশাঙ্ক মনোহর।শ্রীনির মতে সৌরভ ও গ্রেভসের জন্য পালিয়ে গিয়েছেন মনোহর। এক প্রথম শারির সংবাদ মাধ্যমকে শ্রীনি বলেন 'ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে নতুন প্রজন্মের কোনও নেতা উঠে এলেই মনোহর নিরাপত্তাহীনতায় ভুগত।
কারণ ও ভালোভাবেই জানত ওর ভবিষ্যত্ সুরক্ষিত নয়।'আইসিসি-র প্ৰথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালে দায়িত্ব গ্রহণ করেন মনোহর। টানা দু'টি টার্মে ক্ষমতায় ছিলেন। তবে নিজের বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিলই ভারতীয় এই ক্রিকেট প্রশাসকের কাছে। কারণ আইসিসির রুল বুক বলছে, স্বাধীন চেয়ারম্যানর হিসেবে সর্বাধিক তিনটি টার্ম পদে থাকতে পারেন। শ্রীনির দাবি, বিসিসিআই-এর প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ আসায় এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হলেন মনোহর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.