এবার থেকে নিয়ম মেনে পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি;নইলে কড়া শাস্তি।
নজরবন্দি ব্যুরো: মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা নিয়ে এবার আরও কড়া রাজ্য।এবার থেকে নিয়ম মেনে পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। নিয়ম মানায় কোনও রকম খামতি হলেই তা আইনত দণ্ডনীয় বলে গণ্য হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হবে। এই অবস্থায় ধরা পড়লে জরিমানা করা হবে, পাশাপাশি বাড়িও ফেরত পাঠানো হবে। আজ, শুক্রবার নবান্নের তরফে এই নির্দেশ জারি করলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।ওই নির্দেশিকায় লেখা হয়েছে, রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে প্রথমে তাকে পরতে বলা হবে মাস্ক। কেউ পরতে না চাইলে তাকে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে।জেলা প্রশাসন, পুরসভা ও পুলিশ বিভাগকে এই বিষয়টি সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে অর্ডারে।এখন দেশজুড়ে চলছে আনলক ২।
ঘর থেকে বেরোতে শুরু করেছেন অনেকে। কিন্তু করোনার জেরে নিয়ম মেনে মাস্ক পরা বাধ্যতামূলক। পরছেনও অনেকেই। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কারও গলায় ঝুলছে, কারও বা চিবুক পর্যন্ত নামানো মাস্ক। কানেও ঝুলিয়ে রাখছেন কেউ। এইভাবেই সাইকেল, মোটরসাইকেল, গাড়িতে কিংবা হেঁটেই ঘুরছেন রাজ্যবাসী।এই ছবিরই বদল চায় নবান্ন। শ্বাসের অসুবিধা বা গরম লাগায় মাস্ক ঠিকভাবে না পরার অজুহাত দিলে তা মোটেও ধোপে টিকবে না আর। যেতে হতে পারে আদালতেও। মহামারী আইন ভাঙায় দোষী সাব্যস্ত হতে হবে এমনটা ঘটালে। আজ থেকেই রাজ্যের নানা প্রান্তে পুলিশবাহিনী মোতায়েন করা হচ্ছে এই নজরদারির জন্য।
ঘর থেকে বেরোতে শুরু করেছেন অনেকে। কিন্তু করোনার জেরে নিয়ম মেনে মাস্ক পরা বাধ্যতামূলক। পরছেনও অনেকেই। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কারও গলায় ঝুলছে, কারও বা চিবুক পর্যন্ত নামানো মাস্ক। কানেও ঝুলিয়ে রাখছেন কেউ। এইভাবেই সাইকেল, মোটরসাইকেল, গাড়িতে কিংবা হেঁটেই ঘুরছেন রাজ্যবাসী।এই ছবিরই বদল চায় নবান্ন। শ্বাসের অসুবিধা বা গরম লাগায় মাস্ক ঠিকভাবে না পরার অজুহাত দিলে তা মোটেও ধোপে টিকবে না আর। যেতে হতে পারে আদালতেও। মহামারী আইন ভাঙায় দোষী সাব্যস্ত হতে হবে এমনটা ঘটালে। আজ থেকেই রাজ্যের নানা প্রান্তে পুলিশবাহিনী মোতায়েন করা হচ্ছে এই নজরদারির জন্য।
Loading...
কোন মন্তব্য নেই