Header Ads

দ্রুত করোনামুক্তির পথে হাঁটবে দেশ; করোনার ভ্যাক্সিন পেতে পারে সব রাজ্য

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে, একদিনের নিরিখে এবার দেশে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে নোভাল করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২০ হাজার ৯০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪।

এমন সময় একটাই প্রশ্ন সবার মুখে মুখে, কবে হবে করোনা মুক্ত ভারত?
দেশের স্বাধীনতা দিবসেই কি দেশে করোনা মুক্ত অভিযানের সূচনা হবে? আশার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে আগামী ১৫ অগাস্টেই ভারতে প্রস্তুত করা করোনা ভাইরাস ভ্যাকসিনটি  সর্বস্তরে চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এই ভ্যাকসিনটি তৈরি করেছে হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা 'ভারত বায়োটেক'। ৭ জুলাই থেকে মানবশরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হবে, গোটা জুলাই মাস ধরেই নাকি চলবে এর ক্লিনিকাল ট্রায়াল। এর আগে এই প্রতিরোধকারী ভ্যাকসিনটির মানব দেহে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছিল। ভারত বায়োটেকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানান হয়েছে যে, আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির- সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.