Header Ads

'আত্মনির্ভর ভারত' গড়তে নয়া পদক্ষেপ কেন্দ্রের। কি সেটা? জানুন

নজরবন্দি ব্যুরোঃ 'আত্মনির্ভর ভারত' প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তাকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্র সরকারের নয়া পদক্ষেপ। প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেছিলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে হবে। এবার চীন সহ অন্যান্য বিদেশি পণ্যে লাগাম টানছে কেন্দ্র সরকার। প্রায় ১০-১২টি পণ্য ও বেশ কিছু যন্ত্রাংশের আমদানির উপর লাইসেন্স বসানোর কথাই ভাবছে সরকার। এসি, টিভি, আলু, জুতো, ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি এবং মোবাইলের যন্ত্রাংশ সহ ১০-১২টি পন্য ও সেই সমস্ত পন্যের যন্ত্রাংশ নিয়ে চলছে চিন্তাভাবনা। কেন্দ্রের তরফ থেকে বিদেশি বাণিজ্যের ডিজি-কে নির্দেশ দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে কোন কোন পণ্য ও যন্ত্রাংশের উপর লাইসেন্স বসানো হবে সে বিষয়টি দেখতে।

আপাতত এর মধ্যে থেকে এসি উপর প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এর আগে পাম অয়েল, ধূপকাঠি, টায়ারের মতো প্রাথমিক পণ্যের উপর লাইসেন্স বসিয়েছে সরকার। লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের পরে এই বিষয়ে সরকার আরও জোর দিচ্ছে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, ঘরোয়া উৎপাদনে জোর দেওয়াই সরকারের মূল লক্ষ্য। সেই কারনেই এসি এবং তার যন্ত্রাংশের আমদানি কমানোর কথা ভাবছে সরকার। কিন্তু এক্ষেত্রে দরকার সঠিক ভাবে আলোচনা এবং সঠিক সিদ্ধান্তের। কোন পন্যের উপর লাইসেন্স বসানোর অর্থ কয়েকটি মনোনীত দেশ এবং নির্দিষ্ট বন্দর থেকেই আমদানি করা যাবে। সম্প্রতি বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এমডি পবন গোয়েঙ্কার নেতৃত্বে বিভিন্ন কোম্পানির সিইও-রা। সেই বৈঠকে বলা হয় পন্যের শুল্ক বৃদ্ধি করে আমদানিতে হ্রাস টানতে হবে।

সরকারি হিসাব অনুযায়ী ৭০ লক্ষ এসির মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই বাইরে থেকে দেশে আসে। এবং ৯০ শতাংশ কম্প্রেসর আসে চীন বা থাইল্যান্ড থেকে। প্যানাসনিকের এমডি মণীশ শর্মার নেতৃত্বাধীন একটি দল এই বিষয়ে নিয়ে আলোচনা করছে। টিভি-র ক্ষেত্রে দেশে ফেব্রিকেশনের সুযোগ না থাকাটা সমস্যা বিষয়। সেই কারণে স্যামসাং কোম্পানি ভিয়েত্নাম থেকে এগুলি আমদানি করে থাকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.