Header Ads

চলে গেলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি,ওরফে ‘সুরমা ভোপালি’

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের একটা দশকের অবসান হলো জনপ্রিয় অভিনেতা তথা কমেডিয়ান সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি ওরফে জাগদীপ সাহাবের মৃত্যুতে। ৮১ বছর বয়সে চিরনিদ্রার দেশে পাড়ি দিলেন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। বলিউডের বহু খ্যাতনামা চলচ্চিত্রে নিজের অসাধারণ অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন তিনি। সত্তরের দশকের জনপ্রিয় সিনেমা 'শোলে'-র সুরমা ভোপালি চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে চির স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল 'দো বিঘা জমিন', 'হম পঞ্ছি এক ডাল মেঁ', 'ব্রহ্মচারী', 'এজেন্ট বিনোদ', 'অন্দাজ অপনা অপনা', 'চায়না গেট' এবং 'শোলে'। শেষ ছবি 'গলি গলি চোর হ্যায়' মুক্তি পেয়েছিল ২০১২ সালে। জগদীপের অভিনীত চরিত্রগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় 'শোলে'-এর সুরমা ভোপালী। কৌতুকচরিত্রের পাশাপাশি তিনি বলিউডের বেশ কিছু হরর মুভিতেও অভিনয় করেছিলেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.