Header Ads

শুভেন্দু গড়ে ধাক্কা; সিপিআই(এম)-এ যোগ দিলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা

নজরবন্দি ব্যুরো: ২০১১ সালে পরিবর্তনের ঝড়ে গোটা এলাকায় সিপিআই(এম) প্রায় মুছে গিয়েছে। তারপর থেকে রাজনৈতিক কর্মসূচি গ্রহণে বেগ পেতে হয়েছে এলাকার বামপন্থী নেতাদের। অনেক নেতাই বছরের পর বছর এলাকায় ঢুকতেই পারেনি। তবে বেশ কিছুদিন ধরেই এলাকায় আবার বিরোধীদের রাজনীতি করার পরিসর তৈরি হয়েছে। এলাকার নাম পূর্ব মেদিনীপুরের খেঁজুরি। একসময় যা লালদুর্গ বলে পরিচিত ছিল।

স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বের দাবি এলাকার প্রায় শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান করেছে। এঁদের নেতৃত্বে ছিলেন খেজুরির নিজকসবা এলাকার মেইদিনগর গ্রামের শেখ হানিফ। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন শেখ হানিফ।

কলাগাছিয়া পার্টি অফিসে শেখ হানিফ-সহ অন্যদের হাতে সিপিআই(এম)-এর পতাকা তুলে দেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। উপস্থিত ছিলেন যুবনেতা পরিতোষ পট্টনায়েক, খেজুরি এরিয়া কমিটির সম্পাদক মৃন্ময় মাইতি-সহ অন্যরা। যদিও এই ঘটনাকে গুরুত্বদিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.