আমেরিকার বায়ুসেনা পদে প্রথমবার কোন কৃষ্ণাঙ্গকে নিয়োগ করা হল।
নজরবন্দি ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু জুড়ে বিক্ষোভ দেখিয়েছেন গোটা আমেরিকাবাসি। জর্জ ফ্লয়েডের মৃত্যু এবং বর্ণবৈষম্য নিয়ে লড়াই করে যাচ্ছে আমেরিকার মানুষ। তাঁদের দাবি সমাজ থেকে বর্ণবৈষম্যকে মেটা তেই হবে। দেশের এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বায়ুসেনা প্রধান হিসেবে নিয়োগ করা হয় এক কৃষ্ণাঙ্গকে। মার্কিন সনেটে উপস্থিত সংসদই জেনারেল চার্লস ব্রাউনকে বেছে নেয়।
আমেরিকায় এই প্রথম বার কোন কৃষ্ণাঙ্গকে বায়ুসেনা প্রধান হিসেবে বেচে নেওয়া হল। চার্লস ব্রাউন জানিয়েছেন, আমি ভেবে ছিলাম আমার জীবনটাও হয়তো জর্জ ফ্লয়েডের মতো হবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাকে আশা দিয়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব।
আমেরিকায় এই প্রথম বার কোন কৃষ্ণাঙ্গকে বায়ুসেনা প্রধান হিসেবে বেচে নেওয়া হল। চার্লস ব্রাউন জানিয়েছেন, আমি ভেবে ছিলাম আমার জীবনটাও হয়তো জর্জ ফ্লয়েডের মতো হবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাকে আশা দিয়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব।
কোন মন্তব্য নেই