Header Ads

বঙ্গে ট্রেন বেলাইন; ৩৪ ট্রেন বাতিলের প্রস্তাব

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা পরিস্থিতি বেশ খারাপের দিকে এগিয়ে চলেছে। প্রতিদিনই আগের দিনের থেকে বাড়ছে আক্রান্তের সংখ্যা মৃত্যু। শেষ পাওয়া খবর অনুসারে, ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন, যা রেকর্ড। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। এদিকে ভারতবর্ষে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫ লাখ। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার ৬৯২ জন।

এমন সময় বাংলার বহু মেল ও এক্সপ্রেস ট্রেন পাকাপাকি বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিতে চলেছে রেল। রেল সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ৫০-৬০টি দূরপাল্লার ট্রেন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুধু পূর্ব রেলের তরফেই মোট ১৭ জোড়া অর্থাৎ ৩৪টি ট্রেন বাতিলের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে রেলবোর্ডের কাছে। রেল বোর্ডের প্রিন্সিপাল এগজিকিউটিভ ডিরেক্টরকে চিঠি দিয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ এই সব মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের তালিকা তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। রেল বোর্ডের সুপারিশ মেনেই বাংলা থেকে এই সব দূরপাল্লার ট্রেন তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেলে আরও অন্তত ১২ জোড়া ট্রেন বাতিলের নীল নকশা তৈরি হয়েছে। জুলাইয়ে রেলের যে নতুন টাইম টেবিল বেরোনোর কথা, তাতে ওই সব ট্রেনের নাম থাকার সম্ভাবনা প্রায় নেই বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.