Header Ads

সীমান্তে উত্তেজনার মধ্যে ৬টি রাফাল জেট আনছে ভারত!

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে ভারত-চিন সীমান্তে উত্তেজনা দু-দেশের কূটনৈতিক সম্পর্কের উপর যে বড় রকমের প্রভাব ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই দুই পরমাণু শক্তিধর দেশের দিকে নজর রাখছে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশ গুলি।

 চিনা সেনাবাহিনী সীমান্তে তাদের ঘুঁটি সাজাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় বাহিনীকে স্বস্তি দিতে ফ্রান্স থেকে আরও ৬টি রাফাল যুদ্ধবিমান নিয়ে আসার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এরজন্য ফ্রান্সকে বিশেষ অনুরোধ করেছে দিল্লি।
আর ভারতের অনুরোধকে সম্মান জানাতেই জুলাই মাসের শেষের দিকেই ৬টি রাফাল জেট পাঠিয়ে দেবে ফ্রান্স সরকার।

জানা গিয়েছে, ফ্রান্স থেকে প্রথম দফায় চারটি যুদ্ধবিমান ভারতে পাঠাবার কথা ছিল। তার জায়গায় এখন ৬টি বিমান আসবে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যেই আম্বালা বিমানঘাঁটিতে এই বহু প্রতীক্ষিত যুদ্ধবিমান চলে আসবে। ভারত-চিন উত্তেজনার কথা মাথায় রেখে এই মুহূর্তে দশটি রাফাল প্রস্তুত দাসাউ অ্যাভিয়েশনের ফ্যাক্টরিতে। এরমধ্যে ৬টি চলে আসবে জুলাইয়ের শেষদিকে। বাকি চারটিতে ভারতীয় পাইলটরা ট্রেনিং নেবেন ফ্রান্সে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.