Header Ads

ভারতে তৈরি প্রথম করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু!

নজরবন্দি ব্যুরো: গোটা বিশ্বে ক্রমশ বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেই ধারাবাহিকতা বজায় আছে আমাদের দেশ ভারতেও। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাব অনুসারে শেষ ২৪ ঘণ্টায় ১৯,৪৫৯ জন করোনা ভাইরাসের কবলে পড়লেন। এর পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮।
বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান।গত ২৪ ঘণ্টায় ৩৮০ জন মারা গেছেন কোভিডে। এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪৭৫ জন কোভিড রোগী মারা গেছেন। আশার কথা, সুস্থ হয়ে উঠেছেন তিন লক্ষ ২১ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।আক্রান্তের নিরিখেও সবার শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে।

এই মুহূর্তে সারা বিশ্বের কাছে বড় খবর হল, করোনার চিকিৎসায় তিনটি প্রতিষেধকের হাতে আসা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এরই মধ্যে আশা জাগাল ভারতে তৈরি প্রথম করোনা প্রতিষেধক COVAXIN।

হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই করোনা প্রতিষেধক ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার থেকে চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। জুলাই থেকেই শুরু হচ্ছে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকার হিউম্যান ট্রায়াল। এখন দেখার এই প্রতিষেধক ঠিক কতটা সফল হয়। আর সেই দিকে তাকিয়ে গোটা ভারত। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.