Header Ads

"কড়া প্রত্যাঘাত করা হবে" নাম না করে চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ কদিন আগেই প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের পর জানিয়েছিলেন ভারতের কোন পোস্ট দখল হয়নি এবং ভারতের সীমা পেরিয়ে কেউ এদেশে ঢোকেনি! সেই বক্তব্যের রেশ এখনও চলছে দেশের রাজনীতিতে। দেশের সীমা ছাড়িয়ে মোদীর বক্তব্য সমালোচিত হয়েছে আন্তর্জাতিক মহলেও।
 চিন সেই বক্তব্যকেই হাতিয়ার করেছে। শেষে এমন অবস্থা যে ড্যামেজ কন্ট্রোল করতে পিএমও কে বিবৃতি দিতে হয় "প্রধানমন্ত্রী আসলে অন্যভাবে বলেছেন ব্যাখ্যা হয়েছে অন্যভাবে!" কিন্তু তাতেও চিড়ে ভেজেনি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সমালোচনা করে বলেছেন, "প্রধানমন্ত্রী পদে থাকলে ভেবে চিন্তে কথা বলা উচিত।"
এদিকে বিদেশ মন্ত্রী আর প্রধানমন্ত্রীর কথার মিল খুঁজে পাওয়া যায়নি!
সেই সমালচনা এখন পুরনো হওয়ার পথে। এদিকে দুই দেশ ম্যারাথন মিটিং করে ঐক্যমত হয়ে জানিয়েছে সেনা পিছিয়ে নেওয়া হবে দুপক্ষেই। কিন্তু চিনের দিক থেকে এখনও কথা রাখার মত কোন কর্মকান্ড দেখা যায়নি। উলটে মোতায়েন হচ্ছে সেনা, এদিকে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতও।
এই অবস্থায় আজ প্রধানমন্ত্রী নাম না করে চিনকে আক্রমন শানালেন। রবিবারের মন কি বাত অনুষ্ঠানে চিনের নাম না করে প্রধানমন্ত্রী বলেন, যারা ভারতের এলাকা দখলের চেষ্টা করবে, তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে। কারণ ভারত কঠিন জবাব দেবে।তিনি আরও জানিয়ে দেন, কোনওভাবেই সীমান্তে জওয়ানদের প্রাণের বলিদান ব্যর্থ হতে দেবে না কেন্দ্র।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.