ক্রিকেট ছেড়ে চাষের কাজে ব্যস্ত মাহি
নজরবন্দি ব্যুরোঃ শেষবার ৯ জুলাই দেশের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন এম এস। তার পর আর তাঁকে ক্রিকেট মাঠে দেখা যায়নি।খেলা থেকে দূরে থাকার সময় কদাচিত্ই তাঁকে বাকিদের মতো তারকাসুলভ ভাবমূর্তি বজায় রাখতে দেখা যায়। বরং আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সহজ-সরল জীবনে অভ্যস্থ মাহি। ধোনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মোটেও সক্রিয় নন, তাঁর স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে প্রাক্তন ভারতীয় অধিনায়কের ঝলক ভাগ করে নিচ্ছেন।
এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা হল মাহি এবার কৃষিকাজ করছেন। ক্লিপটি ইনস্টাগ্রামে ধোনির এক অফিশিয়াল ফ্যান পেজ শেয়ার করেছে। এখানে ৩৮ বছর বয়সী জৈবিক কৃষিকাজ করার সময় তার সময় উপভোগ করতে দেখা যায় এমন একটি ভিডিও। দেখুন সেই ভিডিও
https://www.instagram.com/p/CB7iNIwpcog/
এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা হল মাহি এবার কৃষিকাজ করছেন। ক্লিপটি ইনস্টাগ্রামে ধোনির এক অফিশিয়াল ফ্যান পেজ শেয়ার করেছে। এখানে ৩৮ বছর বয়সী জৈবিক কৃষিকাজ করার সময় তার সময় উপভোগ করতে দেখা যায় এমন একটি ভিডিও। দেখুন সেই ভিডিও
https://www.instagram.com/p/CB7iNIwpcog/
কোন মন্তব্য নেই