ত্রাণ-রেশন নিয়ে দলবাজি করলে দল পাশে থাকবে না: মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: করোনা আবহে নিজের দলের বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। "যদি কেউ ভাবেন নিজে বসে থাকবেন আর নীচের তলার লোকেরা কাজ করবে, দল তাঁদের নিয়ে ভাববে না।" গতকাল দলীয় বিধায়ক ও তৃণমূলের নেতৃত্বের সঙ্গে ভিডিয়ো বৈঠকে এমন কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি করোনা ও আমফান বিপর্যয় ইস্যুতে রাজ্যর সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রচারে নামার নির্দেশ দেন তিনি।
তৃণমূল সূত্রের খবর, নেত্রী বলেন, বুথ স্তরে সাধারণ মানুষকে বোঝাতে হবে সরকারের ভূমিকা ও সাফল্য। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তা প্রতিহত করতে ডোর টু ডোর প্রচারের উপর বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে চলার জন্য বৈঠকে দলীয় নেতাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ব্লকে ব্লকে ফেক নিউজ রুখতে নেতা ও কর্মীদের সক্রিয় হতে হবে। সোশ্যাল মিডিয়ায় আরও শক্তিশালী ও নিবিড় জনসংযোগ গড়ে তুলতে হবে রাজ্যের মানুষের সঙ্গে। একি সাথে এদিন মুখ্যমন্ত্রী সতর্ক করেন, ত্রাণ নিয়ে রাজনীতি করা যাবে না। ত্রাণ-রেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেখা চলবে না। সমস্ত দলের নেতা-কর্মীরাই যাতে ত্রাণ পান, সেই দিকে নজর রাখতে হবে।
তৃণমূল সূত্রের খবর, নেত্রী বলেন, বুথ স্তরে সাধারণ মানুষকে বোঝাতে হবে সরকারের ভূমিকা ও সাফল্য। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তা প্রতিহত করতে ডোর টু ডোর প্রচারের উপর বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে চলার জন্য বৈঠকে দলীয় নেতাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ব্লকে ব্লকে ফেক নিউজ রুখতে নেতা ও কর্মীদের সক্রিয় হতে হবে। সোশ্যাল মিডিয়ায় আরও শক্তিশালী ও নিবিড় জনসংযোগ গড়ে তুলতে হবে রাজ্যের মানুষের সঙ্গে। একি সাথে এদিন মুখ্যমন্ত্রী সতর্ক করেন, ত্রাণ নিয়ে রাজনীতি করা যাবে না। ত্রাণ-রেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেখা চলবে না। সমস্ত দলের নেতা-কর্মীরাই যাতে ত্রাণ পান, সেই দিকে নজর রাখতে হবে।
কোন মন্তব্য নেই