তিন মাস পর স্ত্রী ও ছেলেকে পেয়ে খুব খুশি কাঞ্চন।
নজরবন্দি ব্যুরো: লকডাউনের জন্য এতদিন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও ৭ বছরের ছেলে ওশোর সঙ্গে দেখা করতে পারেননি তিনি। কারণ পিঙ্কি ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন তাঁর বাপের বাড়িতে। অবশেষে তিন মাস পরে ছেলে ও বউয়ের দেখা পেয়ে খুশি কাঞ্চন।কাঞ্চন জানান, আমি বীরভূমে শ্যুটিং করতে গিয়েছিলাম। পিঙ্কি ওর বাপের বাড়িতে ছেলেকে নিয়ে গিয়েছিল।
লকডাউন শুরু হওয়ার সময়েই আমি বাড়ি ফিরি। কিন্তু পিঙ্কি ফিরতে পারেনি তখন। তাই আজ তিন মাস পরে আমাদের দেখা হচ্ছে।স্ত্রী পিঙ্কিও পেশায় অভিনেত্রী।দুজনেই তাঁরা কাজে বেরিয়ে যান। তাই তাঁর বাপের বাড়িতেই বেশি থাকেন তিনি যাতে থেলে ওশোর খেয়াল রাখতে পারেন তাঁর বাবা মা। তিনি বলছেন, কাঞ্চনের বাবা মার বয়স হয়েছে। শরীরও ভালো না। তাই ওঁরা সেটা রোজ করতে পারবে না। উইকেন্ডেই আমরা দেখা করি।
লকডাউন শুরু হওয়ার সময়েই আমি বাড়ি ফিরি। কিন্তু পিঙ্কি ফিরতে পারেনি তখন। তাই আজ তিন মাস পরে আমাদের দেখা হচ্ছে।স্ত্রী পিঙ্কিও পেশায় অভিনেত্রী।দুজনেই তাঁরা কাজে বেরিয়ে যান। তাই তাঁর বাপের বাড়িতেই বেশি থাকেন তিনি যাতে থেলে ওশোর খেয়াল রাখতে পারেন তাঁর বাবা মা। তিনি বলছেন, কাঞ্চনের বাবা মার বয়স হয়েছে। শরীরও ভালো না। তাই ওঁরা সেটা রোজ করতে পারবে না। উইকেন্ডেই আমরা দেখা করি।
কোন মন্তব্য নেই