এবার কলকাতা মেট্রোতে চালু অনলাইন রিচার্জ ।
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে শিহরিত শহর । সংক্রমণ এড়াতে গেলে বজায় রাখতে হবে দূরত্ব । আর এবার দূরত্ব বজায় রাখতে টিকিট কাটতে আর দাঁড়াতে হবে না মেট্রো লাইনে । এবার কলকাতা মেট্রোতে চালু অনলাইন রিচার্জ ।লম্বা লাইনের দিন এবার শেষ।
এবার বাড়ি বসেই করা যাবে মেট্রো রিচার্জ । কার্ড রিচার্জ করার জন্য আগের মতো মেট্রো কাউন্টারে গিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না । মেট্রো রেলের ওয়েবসাইটে গিয়ে মিলবে অনলাইনে স্মার্ট কার্ড রিচার্জ করার অপশন। সুরক্ষা দূরত্ব বজায় রাখতেই এই উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের।
এবার বাড়ি বসেই করা যাবে মেট্রো রিচার্জ । কার্ড রিচার্জ করার জন্য আগের মতো মেট্রো কাউন্টারে গিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না । মেট্রো রেলের ওয়েবসাইটে গিয়ে মিলবে অনলাইনে স্মার্ট কার্ড রিচার্জ করার অপশন। সুরক্ষা দূরত্ব বজায় রাখতেই এই উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের।
Loading...
কোন মন্তব্য নেই