Header Ads

হাওড়া পুলিশ কমিশনারের বাংলোর হোমগার্ডের করোনা; এই নিয়ে আক্রান্ত ৭২ পুলিশ কর্মী। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ কলকাতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাওড়া জেলার সংক্রমণ; হাওড়ার শুধু শহরাঞ্চল নয় গ্রামেও ধরা পড়ছে করোনা আক্রান্ত। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ৫০ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৪ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন, এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। বাকি ৭২২ জন চিকিৎসাধীন। মৃত ৪২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৩৭ জন। এই তথ্যের সাথে যুক্ত হল এক পুলিশ কর্মীর নাম। হাওড়ার পুলিশ কমিশনার(শহর) কুণাল আগরওয়ালের বাংলোয় কর্তব্যরত এক হোম গার্ডের করোনায় পজিটিভ রিপোর্ট এসেছে। তাঁকে ভর্তি করা হয়েছে গোলাবাড়ি থানা এলাকায় আইএলএস হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওই হোমগার্ডের কয়েকদিন আগে জ্বর হয়। সাধারন ওষুধে জ্বর না কমায় তাঁর লালারসের টেস্ট করা হয়। মঙ্গলবার সেই রিপোর্ট এলে দেখা যায় ওই পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। উল্লেখ্য হাওড়া জেলাতে এই নিয়ে মোট ৭২ জন পুলিশকর্মী আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.