Header Ads

নতুন চাকরি দূর অস্ত; বিপুল বেকারত্ব বাড়ছে বাংলায় তথ্য দিলেন অমিত মিত্র।

job in west bengal 2020,job vacancy in west bengal 2020,west bengal job vacancy 2020,west bengal job vacancy news 2020,west bengal job,west bengal health recruitment 2020,job in west bengal,west bengal government job vacancy 2020,12 pass job in west bengal,12th pass government job in west bengal,west bengal nursing job 2020,west bengal govt job 2020,west bengal job news today,west bengal govt job group d,west bengal government job 2020,west bengal new job vacancy 2020
নজরবন্দি ব্যুরোঃ হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,  গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৬৮ জন। নতুন ৩৬৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৭৬ জন। রাজ্যের প্রত্যেক জেলাতেই সংক্রমণ পাওয়া গেছে, সবথেকে বেশি সংক্রামিতের খোঁজ মিলেছে কলকাতায়। এদিনের বুলেটিনে রাজ্যসরকার জানিয়েছেন নতুন করে গত ২৪ ঘন্তায় মৃত্যু বেড়েছে আরও ১০ টি। যা নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫!
একদিকে করোনা যখন বাড়ছে তখন গোদের উপর বিষফোঁড়ার মতো চেপে বসেছে আমফানের তাণ্ডব পাশাপাশি দলে দলে রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ফলে বাংলার বেকারত্বের হার এক ধাক্কায় বেড়ে গেছে অনেকটাই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন শুধুমাত্র মে মাসেই রাজ্যে বেকার বেড়েছে ১৭.৪১ শতাংশ। তবে এক্ষেত্রে তিনি রাজ্যকে দেশের সাথে তুলনা করে জানিয়েছে দেশজুড়ে যেভাবে কর্মহীন হচ্ছেন মানুষ সেই তুলনায় রাজ্য ভাল যায়গায় রয়েছে। মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (CMII) পরিসংখ্যান তুলে ধরে অমিত মিত্র জানান মে মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ১৭.৪১ শতাংশ সেখানে দেশে ২৩.৪৮ শতাংশ।
কাজ হারানোর পরিসংখ্যানে দেশের ১১ নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
কিন্তু অমিত মিত্র যতই পরিসঙ্খ্যান দিয়ে দেশের তুলনায় রাজ্যের পরিস্থিতি ভাল বলে বোঝানর চেষ্টা করুন মূল বিষয়টি হল বেকারত্ব রাজ্যে বেড়েছে ১৭.৪১ শতাংশ! সংখ্যাটা দেশের তুলনায় কম হলেও মোটেই ভাল নয়। সুতরাং এই অবস্থায় নতুন চাকরি পাওয়া দূর অস্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.