Header Ads

৫০ হাজারে সোনার ভরি; বাড়ল রুপোর দামও। বিয়ের মরসুমে মাথায় হাত মধ্যবিত্তের।

নজরবন্দি ব্যুরোঃ করোনার দাপটে রাজ্যে লকডাউনের মেয়াদ আগামী ৩১শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশেও ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাস। আর এই করোনার আবহে জনগনের নিরাপদ লগ্নির উপায় সোনা! কিন্তু সোনা কি এখন হাতের নাগালে? একেবারেই নয়। ট্যাক্স অর্থাৎ জিএসটি এবং মজুরি ছাড়াই সোনার দাম যা বেড়েছে তা শুনলে ঘাম ছুটবে বাঙালির। বিয়ের সিজনে মধ্যবিত্তের কার্যত মাথায় হাত পড়েছে।
সর্বভারতীয় স্তরে সোনা-রুপোর দর নির্ধারণ করে ভারতের স্বর্ণ ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় পাইকারি বাজারে ১০ গ্রাম পিছু খাঁটি সোনার (২৪ ক্যারেট) দাম ৪৮ হাজার ৫৭৫ টাকা। পাশাপাশি,  ১০ গ্রাম গিনি সোনার (২২ ক্যারেট) দাম  ৪৮ হাজার ৩৮০ টাকা। রুপোর দাম প্রতি কিলো ৪৮ হাজার ৫০৫ টাকা।
অন্যদিকে কলকাতায় বুধবার সন্ধ্যায় দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম খাঁটি সোনা অর্থাৎ ২৪ ক্যারেট সোনার দাম ৪৯ হাজার ২৭০ টাকা। ১০ গ্রাম গিনি সোনার (২২ ক্যারেট) দাম ৪৬ হাজার ৭৪০ টাকা। হলমার্ক গয়নার সোনার (২২ ক্যারেট) প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৭ হাজার ৪৪০ টাকা। পাশাপাশি ১ কিলো রুপোর বারের দাম আজ ৪৯ হাজার ১৮০ টাকা। বলে রাখা ভাল, এই সব দামের মধ্যে কর অর্থাৎ জিএসটি এবং মজুরি ধরা নেই! 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.