Header Ads

ফের নক্ষত্রপতন; প্রয়াত বিখ্যাত পরিচালক বসু চট্টোপাধ্যায়। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ রূপোলি পর্দার জগতে ফের নক্ষত্রপতন, এদিন প্রয়াত হলেন বিখ্যাত চিত্র পরিচালক বসু চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯৩ বছর। মূলত বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মুম্বাইতে তাঁর মৃত্যু হয়। তাঁর বিখ্যাত ছবি- ছোটি সি বাত, বাতো বাতো মে, চামেলি কি সাদি, রজনিগন্ধা, এক রুকা হুয়া ফয়সলা মনে রাখবে ভারতের সিনেমা প্রেমি দর্শক। এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া। বহু চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি ১৯৯৩ ও ১৯৯৭ সালে দূরদর্শনে তাঁর বিখ্যাত টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’র জন্য তিনি বাঙালি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যু সংবাদ জানান ফিল্মমেকার অ্যান্ড ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত।
১৯৯২ সালে তিনি জাতীয় পুরস্কার পান তাঁর বিখ্যাত ছবি দূর্গার জন্যে। রাজেস খান্না, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীদের মত ব্যাক্তিত্ব তাঁর পরিচালনার ছবিতে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শকের ছায়া নেমে এসেছে বলিউডে। অনুরাগ কশ্যপ, দিভিয়া দত্ত সহ একঝাঁক বলিউড ব্যাক্তিত্ব তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.