এবার সেলুন-স্পা বা পার্লারে গেলে দেখাতে হবে আধার কার্ড! সিদ্ধান্ত সরকারের
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জেরে আপনার চুলদাড়ি বড় হয়ে গিয়েছে? আনলক পর্বে সেলুন বা পার্লারে গিয়ে নিজের চেহারাটা ঠিক করে নেবেন ভাবছেন? কিন্তু দেশের এই রাজ্যে এখন সেলুন বা পার্লারে ঢোকার অনুমতি আপনি তখনি পাবেন যখন আপনার আধার কার্ড সঙ্গে থাকবে। অবাক হচ্ছেন? কিন্তু ঘটনা তাই।১ জুন থেকে আনলকের প্রথম দফায় সেলুন বা পার্লার খোলা অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার কিন্তু সেখানে বেশ কিছু সর্ত আরোপ করা হয়েছে।জানানো হয়েছে যে সেলুন, পার্লার, স্পা যেখানেই যান না কেন দেখাতে হবে আধার কার্ড। নয়ত কোনও পরিষেবা মিলবে না।
স্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর, এই নিয়মের ভিত্তিতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়েছে সেলুন-স্পা বা পার্লারে। এর মাধ্যমে নামের তালিকা বজায় রাখতে হচ্ছে এই সব দোকানীদের । করোনার খেয়াল রাখতে এমন পদক্ষেপ সরকারের।আধার নম্বরের পাশাপাশি আরও কিছু বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার। সেলুনকর্মীদের পরতে হবে গ্লাভসও। রুমাল বা ব্লেড পুনর্ব্যবহার করা যাবে না। একবার ব্যবহারের পর না ধুয়ে ব্যবহার করা যাবে না তোয়ালেও। কোনও কর্মীর জ্বর বা সর্দি-কাশি হলে, তাদের কর্মক্ষেত্রে আসতে দেওয়া যাবে না। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে মালিককে। ভিড় করা যাবে না সেলুন বা পার্লারে। এক সময় ৫০ শতাংশ পর্যন্ত মানুষ থাকতে পারবেন নির্দিষ্ট সেলুন বা পার্লারে।
স্যান্ডার্ড অপরেটিং প্রসিডিওর, এই নিয়মের ভিত্তিতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়েছে সেলুন-স্পা বা পার্লারে। এর মাধ্যমে নামের তালিকা বজায় রাখতে হচ্ছে এই সব দোকানীদের । করোনার খেয়াল রাখতে এমন পদক্ষেপ সরকারের।আধার নম্বরের পাশাপাশি আরও কিছু বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাস্ক পরা, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার। সেলুনকর্মীদের পরতে হবে গ্লাভসও। রুমাল বা ব্লেড পুনর্ব্যবহার করা যাবে না। একবার ব্যবহারের পর না ধুয়ে ব্যবহার করা যাবে না তোয়ালেও। কোনও কর্মীর জ্বর বা সর্দি-কাশি হলে, তাদের কর্মক্ষেত্রে আসতে দেওয়া যাবে না। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে মালিককে। ভিড় করা যাবে না সেলুন বা পার্লারে। এক সময় ৫০ শতাংশ পর্যন্ত মানুষ থাকতে পারবেন নির্দিষ্ট সেলুন বা পার্লারে।
কোন মন্তব্য নেই