Header Ads

জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, ভুয়ো টুইট ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে।

নজরবন্দি ব্যুরোঃ ফের জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার থেকেই এই টুইট করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে জানা যায় এটি একটি ভুয়ো টুইট। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, এমন ধরনের কোনও টুইট স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে করা হয়নি, এটি ভুয়ো। প্রসঙ্গত, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে একটি টুইট করা হয়। যেখানে লেখা ছিল, আজ রাত থেকে লাদাখ ও জম্মু-কাশ্মীরে সম্পুর্ন ভাবে ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হবে। এই টুইট ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়।

 কারণ এর আগে উপত্যকা থেকে ৩৭০ ধারা উচ্ছেদ করা নিয়ে দির্ঘদিন বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। দীর্ঘ কয়েকমাস পর ধীরে ধীরে পরিষেবা কুছুটা স্বাভাবিক হয় জম্মু-কাশ্মীরে। এদিন আবার এই টুইট ঘিরে আশঙ্কার সৃষ্টি হয়। ধারনা করা হচ্ছিল লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়ো টুইটারর হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই টুইটের কোন সত্যতা নেই, এমন কোন টুইট স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে করা হয়নি। সূত্রের খবর, যে টুইটার অ্যকাউন্ট থেকে এই টুইটটি করা হয়েছে সেটিতে ব্লু টিক ছিল অর্থাৎ ভেড়িফায়েড টুইটার হ্যান্ডেল। তাহলে এটি কি করে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট সেই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.