Header Ads

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে প্রতি লক্ষে করোনায় আক্রান্তের সংখ্যা সব থেকে কম, দাবি স্বাস্থ্যমন্ত্রকের

নজরবন্দি ব্যুরো: জনসংখ্যার নিরিখে এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে আছে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের অনুসারে ভারতে প্রতি লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানান হয়, জনসংখ্যার নিরিখে হিসাব করলে গোটা বিশ্বে অন্যান্য দেশের তুলনায় এদেশে প্রতি লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৮২। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪,৮২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ২৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন। এখন পর্যন্ত মোট মৃত হয়েছে ১৩,৬৯৯ জনের। করোনা যুদ্ধে রাজ্যে বৃদ্ধি পেয়েছে সুস্থতার হার।
গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৩২ জন মানুষ। ৪১৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৪৫। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৭ জন। এবং মৃত্যু হয়েছে মোট ৫৫৫ জনের। গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা প্রায় ৯ মিলিয়ান হতে চলেছে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৮.৯ মিলিয়ান ছাড়িয়েছে। মারা গেছেন ৪.৬ লক্ষ মানুষ। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ১ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যা রেকর্ড বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনায় সুস্থতার হার এখন ৫৬ শতাংশেরও বেশি দেশে। ভারতে প্রতি এক লক্ষে করোনা ভাইরাসের কেস রয়েছে ৩০.০৪। বিশ্বে সেই সংখ্যা ১১৪.৬৭।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.