Header Ads

করোনা আক্রান্ত খোদ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: দেশে ঝড়ের মতন ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস। আক্রান্তের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এবার করোনা ঢুকে পড়ল একেবারে মন্ত্রীসভায়। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহাম্মদ মাহমুদ আল। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার রাতে তাঁর জ্বর-শ্বাসকষ্ট দেখা দেওয়ায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। শেষ কয়েক দিন তাঁর শরীরে ওই ধরনের উপসর্গ দেখা যাচ্ছিল। কিন্তু গুরুত্ব দেননি তিনি। সেই অবস্থাতেই তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দেন।
এটাই এখন ভাবাচ্ছে রাজ্য প্রশাসনকে। এদিকে সূত্রের খবর, দিন তিনেক আগেই করোনা পরীক্ষা করার জন্য সোয়াব নেওয়া হয় মন্ত্রীর। রবিবার রাতে  সেই রিপোর্ট পজিটিভ আসে। গত বুধবার মন্ত্রীর কাছের ৫ জন স্টাফের করোনা চিকিত্সা শুরু হয়। তার পর থেকে অন্যান্য স্টাফদের আইসোলেশনে পাঠান হয়েছে। এছাড়া তাঁর ৫ নিরাপত্তারক্ষীকে কোয়ারেন্টাইনে পাঠাবার পরিকল্পনা চলছে।

গত শুক্রবার পর্যন্ত পুরোদমে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই মন্ত্রী। রাজ্যের জনপ্রিয় হরিতহরন অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে ছিলেন, হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার অনিল কুমার ছাড়াও একাধিক হেভি-ওয়েট। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.