Header Ads

বিনা বেতনে কাজ করা সকল স্বাস্থ্য কর্মীদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন মমতা।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রাখতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বহু স্বাস্থ্যকর্মীরা। বিনা বেতনে কাজ করা সেই সকল স্বাস্থ্যকর্মীদের আর্থিক সাহায্য দেওয়ার কথা রবিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার তিনি টুইটে জানান এই সাহায্য দেওয়ার কথা। মমতা বলেন, শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও জোরদার করার লক্ষ্যে আমাদের যে প্রচেষ্টা জারি রেখেছি সেই প্রচেষ্টারই অংশ হিসাবে, আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শহরাঞ্চলে পরিষেবা সরবরাহকারী প্রশিক্ষিত অবৈতনিক স্বাস্থ্যকর্মীদের জন্য আর্থিক সাহায্যের একটি প্যাকেজ ঘোষণা করতে পেরে খুব খুশি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই স্বাস্থ্যকর্মীদের আরও বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। গর্ভবতী মহিলা, শিশু, টিকাদান এবং ঘরে ঘরে গিয়ে যক্ষার মতো রোগকে নিরাময় কীভাবে করা যায় সেই বিষয়গুলি নিয়েও মনোনিবেশ করা হবে। জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্পের ফলে ৬৫০০ জন স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.