পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন আরবাজ খান
নজরবন্দি ব্যুরো: ‘দাবাং’ পরিচালক অভিনব কশ্যপকে আইনি পথে শায়েস্তা করার হুমকি দিলেন আরবাজ খান। আরবাজের এই বক্তব্যের পরেই হইচই রব সোশ্যাল মিডিয়ায়। বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পরেই ইন্ডাস্ট্রির স্বজনপোষণের বিরুদ্ধে কথা বলেন অনেকে। স্বজনপোষণ নিয়ে অভিযোগ ওঠে সলমন খানের পরিবারের বিরুদ্ধেও। সুশান্তের মৃত্যুর পরেই সলমন খান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন পরিচালক অনুভব কশ্যপ। তিনি অভিযোগ করেন, তাঁর কেরিয়ার নষ্ট করার তালে ছিলেন খান ব্রাদার্স। এর পরই রবিবার আরও এক অভিযোগ করেন অভিনব। পরিচালকের দাবি, সলমনের বিয়িং হিউম্যান সংস্থা সমাজ সেবার নামে আসলে কালো টাকা সাদা করার একটা মাধ্যম। সলমনের পিতা সেলিম খানের পরামর্শেই তৈরি করা হয় এই সংস্থা। পরিচালক বলেন, তিনি নিজেই এর স্বাক্ষী। তিনি বলেন, আমি নিজের চোখে ‘দাবাং’ পরিচালনার সময় দেখেছি, মাত্র পাঁচটি সাইকেল দিয়েছে ওই সংস্থা।
এর তার পরের দিন খবরের কাগজে প্রকাশিত হয় ৫০০ সাইকেল দেওয়া হয়েছে। এই ভাবেই নিজেদের গুন্ডামি চাপা দেন সলমন। যাতে আদালতে চলা সব মামলা ধামাচাপা পড়ে যায়। পরিচালকের এই অভিযোগ সবার সামনে আসতে, আইনি পথে যাওয়ার হুমকি দেন আরবাজ খান। আরবাজ বলেন, আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। ফিল্ম অ্যাসোসিয়েশনেও অভিযোগ জানিয়েছি। ব্যক্তিগত ভাবে নয়, তাই যা বলার আর করার সবটাই হবে আইনি পথে। এই বিষয় কোন রকম মন্তব্য করেননি অভিনব কশ্যপের দাদা অনুরাগ কশ্যপ। এখন দেখার বিষয় এটাই যে খান আর কাশ্যপের মধ্যের এই দন্দ কত দূর যায় আর কত দিন চলে।
কোন মন্তব্য নেই