লকডাউনের মধ্যেই ৯ জুন বাংলায় অমিত শাহর জনসভা!
নজরবন্দি ব্যুরো: পঞ্চম দফার লকডাউনের মধ্যে দিয়ে চলছে গোটা দেশ। যদিও এত কিছুর পরেও কমছে না এই মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। দেশজুড়ে আনলক-১ প্রক্রিয়া শুরু হওয়ার পরেও কেন্দ্রের স্পষ্ট নির্দেশ আপাতত কোনও বড় সমাবেশ তো করাই যাবে না এমনকী শপিং মল থেকে ধর্মস্থান সর্বত্র প্রতিটি মানুষের মধ্যে ৬-ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
এই অবস্থায় রাজনৈতিক সমাবেশ করতে চলেছে বিজেপি নেতৃত্ব। তবে এই পরিস্থিতির মধ্যেই কীভাবে সমাবেশ করা যায় তার নজির দেখাতে চলেছে দেশের গেরুয়া শিবির। আর সেটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই। আগামী ৯ জুন প্রথম ভার্চুয়াল জনসমাবেশ হবে বাংলায়। তাতে প্রধান বক্তা হিসাবে থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, 'করোনা মোকাবিলায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছেন নরেন্দ্র মোদী।'
আর এই করোনা আবহে কীভাবে এই সমাবেশ হবে তা বুঝিয়ে বললেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'ওয়েবেক্স মিট' অ্যাপের মাধ্যমে হবে এই জনসভা। দিল্লিতে কেন্দ্রীয় অফিসে থাকবে একটি মঞ্চ। আর কলকাতায় রাজ্য সদরদফতরে থাকবে আর একটি মঞ্চ। দুই মঞ্চে থাকবেন দুই প্রধান বক্তা, অমিত শাহ এবং দিলীপ ঘোষ। এই পদ্ধতিতে এক সঙ্গে এক হাজার মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। রাজ্য বিজেপি ইতিমধ্যেই সেই হাজার জন নেতা কর্মী ঠিক করে ফেলেছে। তাঁরা সরাসরি ওই সভায় যোগ দেবেন। একই সঙ্গে বিজেপির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হবে সমাবেশ। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, সাধারণ মানুষ অংশ নিতে পারবেন এই বিশেষ সমাবেশ।
এই অবস্থায় রাজনৈতিক সমাবেশ করতে চলেছে বিজেপি নেতৃত্ব। তবে এই পরিস্থিতির মধ্যেই কীভাবে সমাবেশ করা যায় তার নজির দেখাতে চলেছে দেশের গেরুয়া শিবির। আর সেটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই। আগামী ৯ জুন প্রথম ভার্চুয়াল জনসমাবেশ হবে বাংলায়। তাতে প্রধান বক্তা হিসাবে থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, 'করোনা মোকাবিলায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছেন নরেন্দ্র মোদী।'
আর এই করোনা আবহে কীভাবে এই সমাবেশ হবে তা বুঝিয়ে বললেন রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'ওয়েবেক্স মিট' অ্যাপের মাধ্যমে হবে এই জনসভা। দিল্লিতে কেন্দ্রীয় অফিসে থাকবে একটি মঞ্চ। আর কলকাতায় রাজ্য সদরদফতরে থাকবে আর একটি মঞ্চ। দুই মঞ্চে থাকবেন দুই প্রধান বক্তা, অমিত শাহ এবং দিলীপ ঘোষ। এই পদ্ধতিতে এক সঙ্গে এক হাজার মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। রাজ্য বিজেপি ইতিমধ্যেই সেই হাজার জন নেতা কর্মী ঠিক করে ফেলেছে। তাঁরা সরাসরি ওই সভায় যোগ দেবেন। একই সঙ্গে বিজেপির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হবে সমাবেশ। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, সাধারণ মানুষ অংশ নিতে পারবেন এই বিশেষ সমাবেশ।
কোন মন্তব্য নেই