লকডাউনের মাঝে বাড়িতে বসেই ভূতের ছবি; দেখুন উত্তম সরকারের "ALARM"
নজরবন্দি ব্যুরোঃ এই লকডাউনে বাড়িতে বসেই পরিচালক উওম সরকার তার কাজ চালিয়ে গেছেন। হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্স মেন্টেন করে কাজ করেছেন।কোন রকম টেকনিশিয়ান ছাড়াই নিজে হাতে একা সব কিছু সামলে এই লকডাউনে বাড়িতে বসে দর্শকদের একটু ভয় এর গল্প উপহার দিয়েছেন।গল্পের নাম "Alarm"।নাম টা একটু অদ্ভূত হলেও এর মধ্যে রয়েছে কিন্ত অনেক ভয়।আর এই ভয় কে জয় করেছেন পরিচালক উওম সরকার।এই ছোট্ট সিনেমাতে অভিনয় করেছে -রতন,পাপিয়া,দেবাংশু ।এই সিনেমায় বেশকিছু সিন অভিনেতা অভিনেত্রীরা তাদের বাড়িতে থেকে শুটিং করেছেন।একটু কষ্ট হলেও তাদের সাপোর্ট ছাড়া কিন্ত এই কাজ সম্ভব হতোনা।এই গল্পের শুটিং পুরোটাই বাড়ির মধ্যে হয়েছে।
গল্পে দেখা যায় একটা ছেলে যে প্রতিদিন তার কানে একটা alarm এর শব্দ বার বার বেজে ওঠে।কিন্ত সে কিছু তেই সেই আওয়াজ কোথা থেকে আসছে সেটা বুঝতে পারেনা।অনেক কে অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্ত কেউ তাকে সাহায্য করতে পারেনা উল্টে তাকে পাগোল বলে।কিছু দিন পর সে এই আওয়াজ সহ্য না করতে পেরে তার একটা কান ব্লেড দিয়ে কেটে ফেলে।তারপর কী হয়েছে গল্পে, আদৌ কী সে সেই আওয়াজ কোথা থেকে আসছে সেটা বার করতে পেরেছে এই সবকিছু জানতে আপনারা পরিচালক উওম সরকারের পরিচালনায় ফ্ল্যাশব্যাক প্রোডাকশনের নিবেদিত "Alarm" শর্টফিল্ম টি দেখুন।এটি রিলিজ হয়েছে Smile bangla ইউটিউব চ্যানেলে।নিচে তার লিংক দেওয়া রয়েছে।
https://youtu.be/UMX5LlXHZuU
গল্পে দেখা যায় একটা ছেলে যে প্রতিদিন তার কানে একটা alarm এর শব্দ বার বার বেজে ওঠে।কিন্ত সে কিছু তেই সেই আওয়াজ কোথা থেকে আসছে সেটা বুঝতে পারেনা।অনেক কে অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্ত কেউ তাকে সাহায্য করতে পারেনা উল্টে তাকে পাগোল বলে।কিছু দিন পর সে এই আওয়াজ সহ্য না করতে পেরে তার একটা কান ব্লেড দিয়ে কেটে ফেলে।তারপর কী হয়েছে গল্পে, আদৌ কী সে সেই আওয়াজ কোথা থেকে আসছে সেটা বার করতে পেরেছে এই সবকিছু জানতে আপনারা পরিচালক উওম সরকারের পরিচালনায় ফ্ল্যাশব্যাক প্রোডাকশনের নিবেদিত "Alarm" শর্টফিল্ম টি দেখুন।এটি রিলিজ হয়েছে Smile bangla ইউটিউব চ্যানেলে।নিচে তার লিংক দেওয়া রয়েছে।
https://youtu.be/UMX5LlXHZuU
কোন মন্তব্য নেই