Header Ads

করোনা এফেক্ট; ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানঃ শিক্ষামন্ত্রী #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ রাজ্যে সংকট উৎপন্ন করছে করোনা ভাইরাস, কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ অন্য দিকে বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। লকডাউন হালকা করে রাজ্য কে সচল করতেই এই সংকট উৎপন্ন হয়েছে। এই পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে ঠিক ৩ মাস আগে গত ২৩ মার্চ সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সর্বদল বৈঠকের পরেই রাজ্যে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে জুলাই মাসেও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পঠন পাঠন শুরু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । গত ১০ জুন নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না।”  আর এবার মুখ্যমন্ত্রীর কথায় সায় দিয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন রাজ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। যদিও উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নির্ধারিত দিনেই হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা হবে জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখে। প্রসঙ্গত, রাজ্যের করোনা ভাইরাসের শুরু শুরুতে অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয় রাজ্যে। এরপর রাজ্যের তরফে ঘোষণা করা হয়, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ! পাশাপাশি শিক্ষামন্ত্রী ঘোষণা করেন পাশ করিয়ে দেওয়া হবে একাদশ শ্রেণির সবাইকেও। এখন স্কুল না খোলার কারন হিসেবে জানা গেছে, রাজ্যের বিভিন্ন স্কুলকে কয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যাবহার করা হচ্ছে; সেগুলি জীবাণুমুক্ত না করে খোলা যাবে না স্কুল।  

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.