এসবিআই এর তরফ থেকে চিনা সাইবার হানা নিয়ে সতর্কবার্তা।
নজরবন্দি ব্যুরো: লাগাকে হামলার পর এবার সাইবার হামলার ছক কষছে চিন।ডার্ক ওয়েবের মাধ্যমে এস বি আই এর কাছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পিপলস লিবারেশন আর্মির দুই হ্যাকার গোষ্ঠীর মদতে এই ছক কষা হয়েছে তাই তাদের তরফ থেকে সতর্ক করা হচ্ছে দেশবাসীকে।'ncov2019@gov.in' এরকম কোন মেইল এলে তা খুলতে বারণ করা হচ্ছে, সেখানে লেখা থাকবে free covid19 টেস্টিং।
'চিনা ইউনিট প্রাইমারি কোভার্ট সাইবার ওয়ারফেয়ার সেকশন' থেকে এই মেইলটি আসছে। চিনের চেংডুতে বসে ভারতে হামলার ছক চিনা হ্যাকারদের।এই 'চিনা ইউনিটে কাজ করেন তিন লক্ষেরও বেশি হ্যাকার এই হ্যাকিং গ্রুপের ৯৩% অর্থ যোগান দেয় চিনা সেনা সাইফার্মা।
'চিনা ইউনিট প্রাইমারি কোভার্ট সাইবার ওয়ারফেয়ার সেকশন' থেকে এই মেইলটি আসছে। চিনের চেংডুতে বসে ভারতে হামলার ছক চিনা হ্যাকারদের।এই 'চিনা ইউনিটে কাজ করেন তিন লক্ষেরও বেশি হ্যাকার এই হ্যাকিং গ্রুপের ৯৩% অর্থ যোগান দেয় চিনা সেনা সাইফার্মা।
কোন মন্তব্য নেই