Header Ads

বাংলাদেশের বুড়িগঙ্গায় নৌকাডুবি; মৃত ২৩

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে ভয়াবহ লঞ্চ ডুবির ঘটনা ঘটল ঢাকায়। বুড়িগঙ্গা নদীতে দুটি লঞ্চের ধাক্কায় বাংলাদেশের নৌ দুর্ঘটনা ঘটেছে। এদিন সকালে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জনের দেহ মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান বাংলাদেশ প্রশাসনের।

এই ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। ডুবুরি নামিয়ে এখনও পর্যন্ত ২৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন নারী ও শিশু ৩ জন।
পুরুষদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।  তাঁর নাম দিদার হোসেন। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যায়। ঘটনার কথা জানতে পেরে আত্মীয়ের খোঁজে ফরাসগঞ্জ ঘাটে ভিড় জমিয়েছেন কয়েক হাজার মানুষ।

বাংলাদেশ নৌ পরিবহণ মন্ত্রক  সূত্রে খবর, আজ সকালে ঢাকার কেরাণীগঞ্জের কাছে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামে লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চ বহু যাত্রী নিয়ে ডুবে যায়।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.