ছুটিতে খুলবে আদালত; আশায় বুক বাঁধছেন হবু শিক্ষকরা
নজরবন্দি ব্যুরো: প্রতি বছরের মতন ২৫ মে থেকে কলকাতা হাইকোর্টের গরমের ছুটি শুরু হবার কথা। এখনও পর্যন্ত যা খবর, এবার আদালতে গরমের ছুটি থাকছে না। কারণ, করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন চলছে। আর তার জেরে বন্ধ আছে আদালত। যদিও ৩১ মে পর্যন্ত সীমিত সংখ্যক বেঞ্চ নিয়ে চলবে আদালত। প্রধান বিচারপতির নামে জারি হওয়া আর একটি নির্দেশিকাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, গোটা রাজ্যের গণ পরিবহন ব্যবস্থা চালু হবার এক সপ্তাহ পর থেকে আদালতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।
আদালতের এমন সিদ্ধান্তের পরে আশার আলো দেখছেন এই রাজ্যের কয়েক হাজার আপার প্রাইমারির পরীক্ষার্থী।
ছয় বছরের বেশি সময় ধরে আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কিছু মাস আগে আপারের মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। আর সেই মেধাতালিকা প্রকাশের পরে একাধিক অনিয়মের অভিযোগ আনেন পরীক্ষার্থীরা। আদালতে শুরু হয় শুনানি। আদালত বন্ধ থাকার কারণে শুনানি হচ্ছিল না। এবার আদালত ফের খুলে গেলে শুনানি শুরু হবে বলে মনে করছেন হবু শিক্ষকরা। এর ফলে আপারের আইনি জটিলতা কাটতে পারে বলে মনে করছেন অনেকেই।
আদালতের এমন সিদ্ধান্তের পরে আশার আলো দেখছেন এই রাজ্যের কয়েক হাজার আপার প্রাইমারির পরীক্ষার্থী।
ছয় বছরের বেশি সময় ধরে আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কিছু মাস আগে আপারের মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। আর সেই মেধাতালিকা প্রকাশের পরে একাধিক অনিয়মের অভিযোগ আনেন পরীক্ষার্থীরা। আদালতে শুরু হয় শুনানি। আদালত বন্ধ থাকার কারণে শুনানি হচ্ছিল না। এবার আদালত ফের খুলে গেলে শুনানি শুরু হবে বলে মনে করছেন হবু শিক্ষকরা। এর ফলে আপারের আইনি জটিলতা কাটতে পারে বলে মনে করছেন অনেকেই।
কোন মন্তব্য নেই