Header Ads

WHO-র বিরুদ্ধে তদন্তের দাবি জানাল ভারত সহ ৬৩টি দেশ।

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ভাইরাসের প্রকোপে মানুষের বাঁচা মরা কার্যত প্রশ্নচিহ্নের মুখে। কার কখন সংক্রমণ দেখা দিতে পারে তা বলা একেবারেই অনিশ্চিত। আর সেই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন চিহ্ন বারবার উঠে এসেছে। করোনা ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ল? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা রোধে কি কি পদক্ষেপ নিয়েছে? সহ একাধিক প্রশ্ন উঠে এসেছে বারবার। এবার বিশ্বের ৬২টি দেশ সেই প্রশ্নের উত্তর চাইছে। প্রশ্ন তোলা ৬২টি দেশের পাশে দাঁড়াল ভারত। ওর বিরুদ্ধে তদন্তের দাবিপত্রে স্বাক্ষর করল ভারত। সোমবার থেকে শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এবার একাধিক প্রশ্ন তুলে সরব হতে চলেছে ভারতও। ইউরোপীয় ইউনিয়নসহ অস্ট্রেলিয়ার একাধিক দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরপেক্ষতার প্রশ্ন তুলতে শুরু করেছে। এই প্রথম সরাসরি ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে সুর চড়াল।
 যা কার্যত বিস্ময়কর বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। আর এরপরই আমেরিকা দাবি করেছিল চীনের কারণ এই সমগ্র বিশ্বে ছড়িয়েছে এই ভাইরাস। এমনকি আমেরিকার তরফে অভিযোগ করে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে মদত দিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহযোগিতা বাতিল করে আমেরিকা। অন্যদিকে চীনের বিরুদ্ধে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল একাধিকবার। তবে চীন সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তদন্তে স্বর্গলোক ভারতসহ ৬৩ টি দেশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.