দেশবাসীর নগদ টাকার দরকার, ঋণের নয়, বললেন রাহুল গান্ধী।
নজরবন্দি ব্যুরো: গরিবদের হাতে টাকা দিন ঋণ নয়। করোনার কারণ দেশ লকডাউন। কাল থেকে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। দেশবাসীর হাতে টাকা নেই। তাঁদের নগদ টাকার দরকার কোন ঋণের নয়। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজ আসলে "লোন প্যাকেজ"। এই প্যাকেজর দ্বারা কৃষক ও পরিযায়ী শ্রমিকদের সমস্যা মিটবে না। রাহুল গান্ধী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়ে পুনরায় বিবেচনা করার কথা বলেছেন।
এদিন তিনি বলেন, ঋণ নয় দেশেবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ভাবা উচিত প্রধানমন্ত্রীর। এই সময় দেশের মানুষের হাতে টাকার এবং MNREGA প্রকল্পে ২০০ দিন কাজ দরকার। কৃষকরা দেশের ভবিষ্যৎ, তাঁদের টাকার দরকার। তিনি গত লোকসভা নির্বাচনে কথা তুলে বলেন, গত নির্বাচনের আগে কংগ্রেস তরফে ঘোষণা করা হয়েছিল NYAY প্রকল্পের। কংগ্রেস ক্ষমতায় এলে NYAY প্রকল্পে অতিদরিদ্র পরিবার গুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ৭২ হাজার টাকা করে দেওয়া হত। এই সংকটের সময়ে কেন্দ্রের উচিৎ এই করম কোন প্রকল্পের কথা ভাবা। রাহুল বলেন, রাস্তায় হাঁটা পরিযায়ী শ্রমিকদের এবং কৃষকদের নগদ টাকার দরকার, কোন ঋণের নয়। এই মুহুর্তেই তাঁদের হাতে নগদ টাকা তুলে দেওয়া উচিত কেন্দ্রের। না হলে ভয়ংকর পরিস্থিতি আসতে চলছে।
কোন মন্তব্য নেই