Header Ads

ইপিএফ-এর ঘোষণা; প্রায় ৬৫০, ০০০ নিয়োগ-কর্তার সুবিধা

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২৪ ঘণ্টায় দেশে শতাধিক মৃত্যু। আবারও করোনায় মৃত্যু হল ১০৩ জনের। আক্রান্ত হয়েছেন ৩৯৭০ জন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৪০ জন। আপাতত দেশে মোট মৃতের সংখ্যা ২৭৫২। মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৩০ হাজারের বেশি মানুষ। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৫৩ হাজার ৩৫ টি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে শনিবার এই রিপোর্ট সামনে এসেছে।

যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। আর টানা লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তা আগাম জানিয়ে ছিলেন বিশেষজ্ঞরা।

ভারতীয় অর্থনীতি চাঙ্গা করতে এবার নিয়োগ-কর্তাদের জন্য বড় ঘোষণা ইপিএফওর। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেরিতে জমা দেওয়ার কারণে তাদেরকে কোনওরকমের শাস্তির মুখে পড়তে হবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা মতো ১২ শতাংশের জায়গায় ১০ শতাংশ টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন নিয়োগকর্তারা।

দেশব্যাপী প্রায় ২ মাস হতে চলেছে লকডাউন। বিভিন্ন সংস্থা বন্ধ থাকায় সংস্থাগুলির হাতে নগদের অভাব দেখা দিয়েছে। ফলে তারা সময়মতো ইপিএফ-এর টাকা জমা দিতে পারছেন না। এই অর্থনৈতিক কারণকে ডিফল্ট হিসেবে গণ্য করা হবে না এবং এ জাতীয় বিলম্বের জন্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও গণ্য করা হবে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকারি পদক্ষেপে প্রায় ৬৫০,০০০ সংস্থার সুবিধা হবে। তাঁদের শাস্তির মুখে পড়তে হবে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.