Header Ads

মৃত পুরুলিয়ার শ্রমিকদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক পৌঁছে দিল রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন এর জেরে নানান জায়গায় আটকে পড়েছে পরিযায়ী শ্রমিকরা। এখন একে একে সকলেই বাড়ি ফিরছেন। কিন্তু বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা যান বেশ কিছু পরিচয় শ্রমিক। উত্তরপ্রদেশের ঔরৌয়া জেলায় পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে ৩-৪ জন পুরুলিয়ার বাসিন্দা। সেই মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর গতকাল জানিয়েছিল মৃত শ্রমিকদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসেবে দু লক্ষ টাকা করে দেওয়া হবে।

যেমন কথা তেমন কাজ, ঘোষণা করার পরের দিন অর্থাৎ আজই ২ লক্ষ টাকার চেক পঊছে দেওয়া হল পুরুলিয়ার মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলোর হাতে।পাশাপাশি পরিবারগুলির পাশে থাকার ও আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, জানিয়ে দেওয়া হয় দ্রুত মৃতদেহ আনানোর ব্যাবস্থা করা হচ্ছে উল্লেখ্য, শনিবার সকালে বাড়ি ফিরতে গিয়ে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪ জন পরিযায়ী শ্রমিকের। এদিন পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়া ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় মারা যান ২৪ জন। ওর দিকে এইদিনেই মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা শহরের কাছে ট্রাক উল্টে গিয়ে মৃত হন ৬ জন পরিযায়ী শ্রমিক এবং দুর্ঘটনায় জখম হয়েছেন ১৬ জন। আহতদের চিকিৎসা চলছে বান্দা স্বাস্থ্য কেন্দ্রে। সাগর জেলার এসপি অমিত সাংঘি জানান, দুর্ঘটনার কবলে পড়া এ সমস্ত পরিযায়ী শ্রমিকরা মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে ফিরছিলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.