আবার মুর্শিদাবাদে করোনা পজিটিভ, এবার ডোমকলে #Breaking News
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, শহর কোলকাতা ছাড়িয়ে এবার জেলা গুলিতে ধরা পরছে করোনা রোগী। দুদিন আগেই মুর্শিদাবাদে করোনা পজিটিভ ধরা পরেছিল ৩ জনের ।আর আজ আবার দেখা গেল আরও ২ জনের শরীরে করোনার উপস্থিতি।
দুই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের ডোমকল এলাকাতে। তাঁদের আজই মুর্শিদাবাদ করনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।শরীরে।মুর্শিদাবাদ জেলায় এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ জন। উল্লেখ্য এই জেলায় খুব কম পরিমানে টেস্ট হয়েছে প্রাথমিক স্তরে। বাইরে থাকা প্রচুর লোক ফেরায় টেস্ট বাড়ানোর পর আরও বেশি পজিটিভ কেস ধরা পড়ার আশঙ্কা করছে প্রশাসন।
কোন মন্তব্য নেই