Header Ads

স্কুল-কলেজ কি খুলছে? কি জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে এই মারণ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। চিনকে সংক্রমণের নিরিখে পেরিয়ে সম্প্রতি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রামিত দেশ গুলোর মধ্যে ভারত স্থান করে নিয়েছে ১১ নাম্বারে। এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, ৯২ হাজার ২৩৯ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৫৮২ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৯১১ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ হাজার ৭৪০ জন। কদিন আগেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন লকডাউন বাড়ান হবে দেশে। আর এবার এসে গেল সরকারি ঘোষণা। তবে ঠিক ঘোষণা নয়, এবার চতুর্থ দফায় ৩১ মে পর্যন্ত লকডাউনের কথা জানিয়ে টুইট করল স্বরাষ্ট্র মন্ত্রক। আগামীকাল থেকে থেকে ৩১ মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন। এই দফার লকডাউনে ছাড়ের কিছুটা পরিমাণ বেড়েছে তবে তা প্রত্যাশামত নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মেট্রো রেল ও বিমান পরিষেবা বন্ধ থাকবে। তবে আন্তঃরাজ্য বাস চালানোর বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল ও রেস্তরাঁও। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.