Header Ads

করোনা ‌সারাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন; দাবি গবেষকদের

নজরবন্দি ব্যুরো: ভারত সহ গোটা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। লকডাউনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। আর এই মৃত্যু মিছিল থামাতে ব্যর্থ গোটা বিশ্ব। এই আতঙ্কের মধ্যে দু-টি গবেষণাতে যে ফল পাওয়া গেল, তাতে চিন্তা বাড়ল গোটা বিশ্বের।
দুটি গবেষণায় দেখা গেল, হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় কোনও কাজেই আসছে না। ফলে এককথায় বলা চলে, এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ গোটা বিশ্বের সমস্ত আশায় জল ঢেলে দিলেন গবেষকরা।

এই ওষুধ পেতে ভারতের সঙ্গে প্রায় সম্পর্কের তিক্ততা বাড়িয়ে ফেলেছিলেন ট্রাম্প সরকার। কিন্তু সেই ওষুধই করোনা চিকিৎসায় কোনও কাজের নয় বলে জানিয়েছেন গবেষকরা। সাধারণত হাইড্রক্সিক্লোরোকুইন ব্যথা জাতীয় নানা কাজে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, এটির ফলে করোনা মোকাবিলায় সুবিধা হতে পারে। গবেষণাগারে নাকি ইতিবাচক ফলও মিলেছিল। কিন্তু তারপর একাধিক গবেষণায় পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে গিয়ে দেখা গিয়েছে, করোনা মোকাবিলায় এটি কোনও কাজে লাগবে না। আর এই খবর আরও চিন্তা বাড়ল গোটা বিশ্বের চিকিৎসকদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.