Header Ads

ভিন্ রাজ্যের নার্সদের রাজ্যে থাকার জন্য হাত জোড় করে অনুরোধ করলেন দেব

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় একশোর নিচে যেন নামছেই না সংক্রমনের গতি, বাড়ছে মৃতের সংখ্যাও। তবে গত ২৪ ঘণ্টায় কিছুটা বদলেছে চিত্র; অনেকটা ভালোর দিকে পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রেকর্ড টেস্ট করেছে রাজ্য সরকার, তুলনায় সংক্রমনের গতি অনেকটাই কম। রবিবার নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২৬৭৭ জন। ২৬৭৭ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৪৮০ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।এরই মধ্যে ভিন্‌ রাজ্যের নার্সরা ক্রমশ বাংলা ছেড়ে চলে যাচ্ছেন।ফলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড়সড় সঙ্কটের মুখে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল।এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব।তিনি বলেছেন "এই মুহূর্তে ওরাই ঈশ্বর ছিল। চরম মুহুর্তে ওদের চলে যাওয়াটা দুঃখজনক। হাত জোড় করে অনুরোধ করছি ওদের থাকার জন্য। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে আমাদের কাছে থাকুন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.